ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়া লাগোয়া ঝিনাইদহ জেলার শৈলকুপার রামচন্দ্রপুরে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পান তারা। পরে পুলিশ গেলে বাইরে বেরিয়ে দেখতে পান তিনটি মরদেহ পড়ে আছে। তবে তাদের বাড়ি ওই এলাকায় নয়।  

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তিনটি মরদেহ পেয়েছি। মরদেহ দেখে মনে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে।  

তিনি জানান, নিহতদের মধ্যে হানিফ, লিটন নামে দুজনকে পাওয়া গেছে। আরেকজ‌নের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে দুটি কালো রংয়ের পালসার মোটর সাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।