ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
সুনামগঞ্জে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেট: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শিরনি বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরভোগ গ্রামে খেলার মাঠে বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণকে কেন্দ্র করে ঘরাই মিয়ার ছেলে সুফি মিয়া (৩০) ও একই গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নুরু মিয়া (৬৫) সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোলেমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।