ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষকের শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ধর্ষকের শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

রাজশাহী: রাজশাহীতে ধর্ষকের শাস্তির দাবি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে নারীদের ধর্ষণ করে ধর্ষক সেঞ্চুরির উৎসব পালন করেছে। সে সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার কারণে ধর্ষণকারীরা ছাড় পেয়ে গেছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন তারপরও কেন দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে? অন্তর্বর্তী সরকারের সময় আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে কেন? এখন তো আর দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর হাত-পা বাঁধা না। তারপরও কেন থানায় মামলা নেওয়া হচ্ছে না, ধর্ষকরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? তাদের আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে না কেন? এমন সব প্রশ্ন রাখেন।

বক্তারা বলেন, ধর্ষণকারীদের ঠিকানা এ বাংলায় হবে না। প্রশাসন যদি চুপ করে বসে থাকে তাহলে দেশের জনতাকে ধর্ষণকারীদের ধরে জনসমক্ষে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন তা দেখে আর যেন কেউ নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাতে সাহস না পায়। স্বাধীন বাংলায় নারী কোনো ভোগের পণ্য নয় যে, যখন ইচ্ছা তখনই তাদের ধর্ষণ করা যাবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে না আসলে দেশের কেউ নিরাপদে থাকতে পারবে না।

মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে নারী ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর সদস্য সচিব মো. হযরত আনাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব, জেলার যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।