ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুট করেছে ছিনতাইকারীরা।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত সাগর কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাগর। পথে হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। এসময় সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সাগর ও তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ করে। পরে আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম দিকে ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে সাগর আহত হন। ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে ছিনতাইকারীদের শনাক্ত ও ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।