ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে রেললাইন অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে রেললাইন অবরোধ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়' নামকরণের দাবি' জানিয়ে  'কালিয়াকৈর হাইটেক' রেলস্টেশনের রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পাকশী বিভাগীয় রেলওয়ের ঈশ্বরদী-ঢাকা রেলরুটের 'কালিয়াকৈর হাইটেক' রেলস্টেশনের সামনে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা তা না মেনে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে দাবি করে। এ নিয়ে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা কালিয়াকৈরে হাইটেক রেলস্টেশন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির উজ-জামান, রেললাইনে শিক্ষার্থীরা অবরোধ করলে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে আছে। তবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী।

 

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ