রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক আগুন লেগে ধ্বংসস্তূপ নগরীতে পরিণত হয়েছে। এতে ৪৫ রিসোর্ট, ৪০ রেস্টুরেন্ট ও ৬০টি ঘরবাড়ি পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয়রা আগুন নেভাতে সহায়তা করে।
সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানান, প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুক্তাকিম আহমেদ।
আরও পড়ুন>>
*** সাজেকে আগুন, এখন পর্যন্ত পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এএটি