ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ  প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। দুই উপজেলায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও বাকি এক যুবকের পরিচয় জানা যায়নি।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বেলকুচি ও রায়গঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।  

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম  জানান, সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুরি তালতলা এলাকায় একটি সেতুর নিচে ধানক্ষেতের মধ্যে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের গলায় কালো দাগ থাকলেও শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, রোববার গভীর রাতে উপজেলার রাজাপুর গ্রামে একটি গাছের সঙ্গে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় সুভাষ চন্দ্র নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে শাহপুর গ্রামের একটি তাঁত ফ্যাক্টরিতে গলায় কাপড় পেঁচানো অবস্থায় আব্দুল মমিন নামের এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।