ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইবির বাস উল্টে ধানক্ষেতে, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ইবির বাস উল্টে ধানক্ষেতে, আহত ২৫ ইবি শিক্ষার্থীদের বহনকারী বাস ধানক্ষেতে উল্টে ২৫ শিক্ষার্থী আহত

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার আগে ফাঁকা মাঠে বাসটি উল্টে যায়।

ইবির চিফ মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম জানান, একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে।  

চৌরহাস হাইওয়ে থানার ওসি আল মামুন বলেন, আহতদের চিকিৎসায় পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।