ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দুটি বগি রেখেই চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
দুটি বগি রেখেই চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস!

রাজশাহী: দুইটি বগি রেখেই আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহী থেকে খুলনা চলে গেছে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর হরিয়ান স্টেশন এলাকায় বগি দুটি খুলে যায়।

কিন্তু ইঞ্জিনসহ মূল ট্রেন নিয়ে চলে যান চালক। ওই বগি দুটিতে কোনো যাত্রী ছিল না। মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর খালি বগি দুটি গড়তে গড়তে বেলপকুর পর্যন্ত চলে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর ৬টায় রাজশাহী রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় এই আন্তঃনগর এক্সপ্রেসটি। আর প্রায় ১০ কিলোমিটার দূরেই হরিয়ান স্টেশন। ট্রেনটি হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে খুলে যায়। বগি দুটিতে কোনো যাত্রী না থাকায় এবং শেষ দিকে থাকায় প্রথমে কেউই এই বিষয়টি টের পায়নি।
 
সাগরদাঁড়ি এক্সপ্রেসটি চলে যাওয়ার পর ভোর ৬টা ২০ মিনিটে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে সাগরদাঁড়ি এক্সপ্রেসের ছেড়ে যাওয়া বগি দুটি নিয়ে আসা হয় হরিয়ান স্টেশনে। ততক্ষণ হরিয়ান স্টেশনেই দাঁড়িয়ে ছিল তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো। এ ঘটনায় প্রায় পৌনে দুই ঘণ্টা বিলম্বিত হয় তিতুমীর এক্সপ্রেসের যাত্রা। ছেড়ে যাওয়া বগি দুটি হরিয়ান স্টেশনে পৌঁছে দিয়ে সকাল ৮টার দিকে তিতুমীর এক্সপ্রেসটি তার নিজস্ব বগিগুলো নিয়ে এই স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

ঘটনার পর হরিয়ান রেলওয়ে স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেস ছেড়ে যাওয়া দুটি বগি এমটি (ফাঁকা) ছিল। আর কোনো যাত্রী না থাকায় তাৎক্ষণিকভাবে এই বিষয়টি কেউ টের পায়নি। তাই বগি দুটি রেখেই সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনার উদ্দেশে চলে গেছে। এই কারণে তিতুমীরের যাত্রা বিলম্বিত হয়েছে। এ ঘটনায় অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। এখনো ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।