হবিগঞ্জ সদর উপজেলায় ১৪ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত একটি একনলা বন্দুক উদ্ধার করেছে যৌথবাহিনী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বন্দুক ও গুলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বাংলানিউজকে জানান, পাইকপাড়ায় বাইপাস সড়ক এলাকায় ১৪ রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত একনলা বন্দুক পড়ে আছে জেনে অভিযান চালানো হয়। বন্দুকটি কোনো সন্ত্রাসী সংগঠন বা অন্য কারও হয়ে থাকতে পারে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসআরএস