চুয়াডাঙ্গা: অপরিচ্ছন্ন পরিবেশ ও নিবন্ধনবিহীন কারখানায় সেমাই তৈরি করার অপরাধে চুয়াডাঙ্গায় কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় ওই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার ও দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকির পাশাপাশি ওই সেমাই কারখানায়ও অভিযান চালান।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানকালে তারা দেখতে পান হক হক ব্রাদার্স নামে ওই সেমাই কারখানার অভ্যন্তরের পরিবেশ অপরিচ্ছন্ন। তাছাড়া, প্রতিষ্ঠানটির কাছে যথাযথ কর্তৃপক্ষের কোনো সনদ নেই। সে কারণে প্রতিষ্ঠানটির মালিক মইনুল হকের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ