ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় খালাস পেলেন বিএনপি-জামায়াতের দুইশ’ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নাশকতা মামলায় খালাস পেলেন বিএনপি-জামায়াতের দুইশ’ নেতাকর্মী

নড়াইল: নড়াইলে পুলিশের দায়ের করা নাশকতার মামলা থেকে ১২ বছর পর খালাস পেলেন বিএনপি ও জামায়াতে ইসলামীর ২০০ নেতাকর্মী। তারা সবাই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

 

নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

খালাসপ্রাপ্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এবং জামায়াতে ইসলামী নেতা ওলিয়ার রহমান ও শরিফুল ইসলাম বেগ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুলিশ তাদেরকে বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।  

এ ঘটনায় ওইদিন নাশকতার অভিযোগে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। মামলায় ৭৮ জনের নাম উল্লেখসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর আড়াই থেতে তিন হাজার অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়।  

পরে মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে দুশ’জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।