ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সিলেটে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট: পবিত্র রমজান মাস এলেই সিলেটে বাড়ে ছিনতাই। মাহে রমজানের আগে ছিনতাই রুখতে মাঠে নেমেছে এসএমপি পুলিশ।

মানুষের চলাচল নিরবচ্ছিন্ন রাখতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযানে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত ৫টি চাকু।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার লাকসাম থানার হাটিরপার উত্তরপাড়ার মহরম আলীর ছেলে রুমেল হোসেন (২১), সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কুটি মিয়ার ছেলে বর্তমানে নগরের কাজিটুলা নাসির মিয়ার কলোনির বাসিন্দা পারভেজ আহমদ পাবেল (২২), সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতারখাই গ্রামের মকদ্দছ আলীর ছেলে বর্তমানে নগরের আখালিয়া নয়াবাজার উজ্জীবন ১৫ নং বাসার শরীফ (২৭), দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হাসামপুর পশ্চিমপাড়ার সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ডাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), এসএমপির শাহপরান থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সিলেট নগরের ঘাসিটুলা খেওয়াঘাট এলাকার মো. মামুন (২০) এবং কুমিল্লার লাকসাম আমদুয়ার কাজি বাড়ির আবুল হাসেমের ছেলে ও নগরের লালদিঘীরপাড় টাউন বোর্ডিংয়ের নাছির উদ্দিন (২৫)।

গ্রেপ্তাররা চিহ্নিত ছিনতাইকারী ও একাধিক চুরি, ছিনতাই, দস্যুতা মামলার আসামি বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।