ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নদীতে ভেসে উঠল গণপিটুনিতে নিখোঁজ ‘ডাকাতে’র মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
নদীতে ভেসে উঠল গণপিটুনিতে নিখোঁজ ‘ডাকাতে’র মরদেহ

মাদারীপুর: মাদারীপুরে কীর্তিনাশা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহটি মাদারীপুরে নৌপথে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিখোঁজ এক ডাকাতের।

রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তার নাম ঠিকানা জানা যায়নি।  

পুলিশ জানিয়েছে, মরদেহটি নৌপথে ডাকাতি করতে এসে গণপিটুনির শিকার ডাকাত দলের এক সদস্যের হবে।  

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আমরা ধারণা করছি, ডাকাতির ঘটনায় তিনি মারা গেছেন।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন তিন ডাকাত সদস্য। এসময় ডাকাতরা গুলি ছুড়লে স্থানীয় আট ব্যক্তি গুলিবিদ্ধ হন। এসময় ট্রলার নিয়ে ধাওয়া করে গণপিটুনি দিলে আহত হন সাত ডাকাত। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত দলের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস ও পাশের শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়ার সীমান্তবর্তী এলাকায়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।