ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশাল নগরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, মার্চ ৩, ২০২৫
বরিশাল নগরে যুবককে কুপিয়ে হত্যা সংগৃহীত প্রতীকী ছবি

বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে মো. সুরুজ গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়ন নামে একজন।

 

রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।  

নিহত সুরুজ কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে একপক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেপ্তার অভিযান চালানো হবে।

এদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। কিছু সময় পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন এসে সুরুজকে কুপিয়ে জখম করে। এ সময় সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।  

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর সুরুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে আহত নয়ন চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।