রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বারনই নদীর পাড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালকের নাম আলতাফ হোসেন (৪৫)। তিনি পবা উপজেলার বাগসারা নওদাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। গত রোববার (২ মার্চ) রাত ৮টা থেকে আলতাফ হোসেন নিখোঁজ ছিলেন। রাত থেকেই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সোমবার সকালে পবার বারনই নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আলতাফের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে এর আনুমানিক ১০০ গজ দূরেই তার রিকশাভ্যানটিও পাওয়া গেছে। তবে আলতাফের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাই সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য দুপুরে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে নদীর কিনারায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে ভ্যানচালক আলতাফ হোসেনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
তাই আলতাফের মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এখন ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পুলিশও ঘটনাটি তদন্ত করে দেখছে। মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসএস/আরবি