টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া এলাকায় সালিশি বৈঠকে বিতণ্ডার এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের পীরসাব বাড়িতে মুলিয়া ও সাকরাইল গ্রামের লোকজনদের মধ্যে বিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেই সালিশি বৈঠকে বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদকে। সালিশি বৈঠক চলাকালে পুনরায় দুই গ্রামবাসীর মধ্যে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বিএনপি নেতা শুকুর মাহমুদ আহত হন। আহত হওয়ার খবর তার নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তারাও এ সংঘর্ষে লিপ্ত হন। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এ সময় মুলিয়া গ্রামের বাজারে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তিন গ্রামবাসী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের তিনদিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে চলাকালে বিএনপি নেতাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাইনি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরবি