ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়লো বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
আগুনে পুড়লো বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। রোববার (০২ মার্চ) গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুটোর দিকে বাজারের সেলিমের মুদি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপি কার্যালয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রওশন জামান বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ওষুধ, সার সব পুড়ে গেছে। তার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান রওশন জামান।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।