বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য বিভাগের স্পিডবোটের সাথে মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় জানিয়েছেন।
নিহত জেলে মিরাজ ফকির (৩০) মেহেন্দিগঞ্জের মিয়ার চর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেছেন জেলেরা। এ খবর পেয়ে মৎস্য বিভাগের ৮ সদস্যের একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযান করেন। নদী থেকে জাল তোলার সময় ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা করে। এ সময় এক নৌকা এসে তাদের স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। তখন নৌকা থেকে একজন নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করে জেলে নৌকায় দেওয়া হয়। তাকে নিয়ে জেলেরা বরিশাল শেরই বাংলা হাসপাতালের উদ্দেশ্যে গিয়েছে।
মেরিন ফিশারিজ কর্মকর্তা বলেন, শুনেছি ওই জেলের মৃত্যু হয়েছে।
মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক বলেন, স্পিডবোট ও জেলে নৌকার সাথে সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। নৌ-পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমএস/এএটি