বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (৩ মার্চ) উপজেলার মধ্য লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহেল রানা জানিয়েছেন।
তিনি বলেন, মধ্য লোহালিয়া গ্রামে সাইফুল ইসলামের টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. সুমন ও ফরিদা বেগমের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।
এদিকে এ ঘটনার পর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমএস/আরবি