ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন চলন্ত বাসে আগুন

বরিশাল: বরিশালের উজিরপুরে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উজিরপুরের বামরাইল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।

তিনি বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের বাসটিকে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে চালক গাড়ি সড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।  

আগুনে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওসি মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  আগুন নেভানোর পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।  

এদিকে উজিরপুর ফায়ার স্টেশনের লিডার কলিম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।  তবে তার আগেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। আর এতে বাসটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছে। এতে কোনো ধরনের হতাহত হয়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি হঠাৎ করে রাস্তার পাশে থামানো হলে যাত্রীরাও হুড়োহুড়ি করে নেমে পড়েন। এরপর বাসের স্টাফরা যাত্রীদের ব্যাগগুলো বের করে আনার চেষ্টা করেন। এ সময় কোনো হতাহত না হলেও পুরো বাসটি মুহূর্তের মধ্যে পুড়ে যায়।  

এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট দিনগত রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গৌরনদীতে গ্রিন লাইনের একটি এসি বাসে আগুন ধরে যায়।  অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাণে রক্ষা পায় ১৫-১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।