ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

ক্ষেতে গরু ঢুকে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ক্ষেতে গরু ঢুকে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ২১ হাসপাতালে চিকিৎসাধীন সংঘর্ষে আহতরা

নড়াইল: নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়নে গমের ক্ষেতে গরু ঢুকে পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে ইউনিয়নের ছত্রহাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কাজী সাগর হোসেনের (৪৮) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। অন্যরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে অন্য যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আক্তার কাজী (৪৮), কাজী মনি মিয়া (৪৫), কাজী সামাদ (৩৮), কাজী ইকলাস (৫০), কাজী সাবু (৩৮), কাজী সৈকত (৫৫), কাজী বিল্লাল (৫৫), কাজী রেজোয়ান (২০), কাজী আরিফ (৪৮), বিউটি বেগম (৫৫) ও কাজী সাকিব (২২)। অন্য পক্ষের আহতরা লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বর্তমান মেম্বর সাঈদ মিনা ও সাবেক মেম্বর আক্তার কাজীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আক্তার কাজীর ভাই খোকা কাজী গরু গ্রামের উত্তর মাঠে চরাতে দিয়ে আসেন।

এক পর্যায়ে ওই গরু প্রতিপক্ষের সাইদ মিনার ক্ষেতে ঢুকে পড়লে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রুপ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ২১ জন আহত হন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ০৬ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।