ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ট্যাক্স দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ট্যাক্স দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

বরিশাল: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, বহির্বিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট ট্যাক্স আদায় কম জানিয়ে দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বরিশাল ক্লাবের কনফারেন্স কক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করলে ইউরোপ ৪৫ শতাংশ,আমেরিকা৩৫ শতাংশ,জাপান ২৪ শতাংশ আদায় আরে। আর বাংলাদেশের আদায় ৭ শতাংশ এর সামান্য বেশি। এ কারণে আমাদের ঋণ করতে হয়। বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে অর্থ প্রয়োজন তাই রাজস্ব আয় বাড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই।

এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইনে রিটার্ন জমা দেওয়াকে আরও সহজ করা হচ্ছে। আয়কর বিভাগের কোনো কর্মকর্তা,কর্মচারী যদি দুর্নীতির আশ্রয় নেয় কিংবা কেউ হয়রানি হলে অনলাইনে অভিযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সবাইকে একই প্রক্রিয়ায় ভ্যাট আইন সিস্টেমকে পুনর্গঠন করতে চায় এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান।

সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভাগের ৬ জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট প্রদানে হয়রানি বন্ধ ও ব্যবসায়ীরা নানা দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।