ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

জাতীয়

খালুর চোখ উপড়ে পালালো যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
খালুর চোখ উপড়ে পালালো যুবক

যশোর: জমিজমা সংক্রান্ত বিরোধে যশোরে খালুর দু’চোখ উপড়ে ফেলে পালিয়েছে এক যুবক। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে শহরের বকচর করিম তেলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শহিদুল ইসলাম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ছেলে জানিয়েছেন, শহিদুল ইসলাম কৃষিজীবী। তার খালাতো ভাই সাদ্দাম হোসেন ট্রাক চালক। সাদ্দাম মাদকাসক্ত বলেও জানান তিনি।

তিন বলেন, বৃহস্পতিবার রাতে সাদ্দাম আকস্মিকভাবে তার বাবার ওপর হামলা চালান। সে ধারাল অস্ত্র দিয়ে তার বাবার দু’চোখে আঘাত করে পালিয়ে যায়। তার বাবা শহিদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেয়ে মারুফা জানান, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল তাদেরকে। সাদ্দামের সাথে তৌহিদের সখ্যতা থাকায় তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার উপর হামলা চালিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে একাধিক টিম মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০৬ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।