যশোর: খালুর চোখ উপড়ে ফেলানো যুবক সাদ্দাম হোসেনকে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। শহরের পালবাড়ি খয়েরতলা এলাকা থেকে তাকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সাদ্দাম ডিবি পুলিশকে জানিয়েছেন, তার প্রাক্তন স্ত্রীর সাথে খালুর অনৈতিক সম্পর্কের কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।
শুক্রবার (০৭ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের বকচর বিহারি কলোনির বাসিন্দা ভিকটিম শহিদুল ইসলাম এবং অপরাধী সাদ্দাম হোসেন। গ্রেপ্তারের পর সাদ্দাম জানিয়েছে তার প্রাক্তন স্ত্রীর সাথে তার খালুর অনৈতিক সম্পর্ক ছিল। যার কারণে তিনি খালুর ওপর ক্ষিপ্ত ছিলেন। এর জেরে বৃহস্পতিবা রাতে তিনি খালুর চোখ উপড়ে ফেলেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন, ঘটনার সাথে সাথে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশসহ ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা সবিস্তার জানার পর অপরাধীকে আটকে জোর তৎপরতা শুরু করে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে সাদ্দাম হোসেনকে আটক করে ডিবি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ০৭ মার্চ ২০২৫
এসএইচ