ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের প্রতিবাদে যশোরে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
ধর্ষণের প্রতিবাদে যশোরে মশাল মিছিল ধর্ষণ, হত্যাসহ নারীর ওপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে

যশোর: দেশব্যাপী ধর্ষণ, হত্যাসহ নারীর ওপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (০৮ মার্চ) রাত পৌনে আটটায় যশোরের সচেতন নারী সমাজের ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশ নেওয়ারা স্লোগান দেন ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’ ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, দিতে হবে দিতে হবে’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘মুগ্ধের বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’।

মিছিলকারীরা আরও স্লোগান দেন, ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’। মিছিলকারীরা নানান স্লোগান সংবলিত প্লাকার্ডও বহন করেন।

মিছিলটি টাউন হল ময়দানে যেয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন রাশেদ খান, আব্দুল্লাহ আল মামুন লিখন, সাঈদ খান সুপ্তি, জাবের বিশ^াস, মারুফ সুকর্ণ, খন্দকার রুবাইয়া, আশালতা এবং রাজিয়া সুলতানা চাঁদনী।

বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশের আশায় এদেশের ছাত্রসমাজ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। আন্দোলনে বিজয় অর্জন করলেও আমরা দেখলাম সারা দেশে অস্থিরতা বিরাজ করছে।

আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু, গৃহবধূসহ কোনো নারীই রেহায় পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে।

এমন বাংলাদেশ দেখার জন্যতো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি-বলেছেন বক্তারা।
বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ০৮ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।