ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩ পিএম, মার্চ ৮, ২০২৫
বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য ও ডানে চুরি হওয়া শিশুটির ছবি (ভিডিও ফুটেজ থেকে নেওয়া)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস সাতদিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে।  

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

চুরি হওয়া শিশুটির মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, জান্নাতুল ফেরদৌস তার দুই মাস সাতদিনের শিশু আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমকে (শিশুটির নানি) সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে টিকিট কাটার জন্য শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন জান্নাতুল। এ সময় কালো বোরকা পরিহিত একজন অপরিচিত নারী (৪৫) (যার সঙ্গে ছয়/সাত বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল তখন সরল মনে তার শিশু সন্তানকে ওই অপরিচিত নারী কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষ হলে তিনি ওই নারীকে সহ তার শিশু সন্তানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, চুরি হওয়া শিশুটির এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পুলিশ চুরি হওয়া বাচ্চা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ১০:০৩ পিএম, মার্চ ৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।