বরিশাল: মারধরের বিচার দাবিতে বরিশালে বাস শ্রমিকদের ডাকা ধর্মঘটে ১৭ রুটে সাত ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।
বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ ধর্মঘট। এতে দিনভর চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে টার্মিনাল থেকে খুলনা বিভাগ, ঝালকাঠী, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার ১৭ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়া যাত্রীরা বাধ্য হয়ে বিকল্পযানে ঝুঁকি নিয়ে দুই থেকে তিনগুণ বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছায়। সন্ধ্যা ৭টার দিকে বাস শ্রমিকরা অভিযুক্ত মাহিন্দ্রা চালককে আটক করে পুলিশে তুলে দেয়। এরপর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলে বাস চলাচল শুরু হয়।
এর আগে শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চালক-শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে মাহিন্দ্রা চালক ও সমিতির নেতাদের বিরুদ্ধে। এতে তিনজন বাস চালক ও শ্রমিক আহত হয়। সেই ঘটনার সালিশি করতে গিয়ে মাহিন্দ্রা সমিতির নেতাদের হাতে ববির তিন শিক্ষার্থী আহত হন। তিন শিক্ষার্থী ও বাস মালিক-শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে এ ধর্মঘট ডেকেছিল বাস শ্রমিকরা।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, মহাসড়কে অবৈধ থ্রি হুইলারের দাপটে বাস চালানো যায় না। এ থ্রি হুইলারের কারণে দুর্ঘটনার সংখ্যাও দিন দিন বাড়ছে। সড়কে বিশৃঙ্খলার পাশাপাশি এবার বাসচালক, মালিক ও শ্রমিকসহ ববি শিক্ষার্থীদের মারধর করেছে মাহিন্দ্রা চালক-মালিকরা। এ ঘটনার বিচার দাবিতে আমরা ধর্মঘট ডেকেছিলাম।
বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, মহাসড়কে বাস মালিক সমিতির উদ্যোগে বাসের চেকিং করা হচ্ছিল। তখন আওয়ামী ফ্যাসিস্টের দোসর মাহিন্দ্রা সমিতির ৩০-৪০ জন নেতাকর্মী এ হামলা চালিয়েছে।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার বলেন, আলফা মাহিন্দ্রা সিএনজি শ্রমিক কর্তৃক বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের চেকিং স্পটে মালিক কর্মকর্তা শ্রমিকদের ওপর অতর্কিত হামলা, মারধর ও ছাএ ভাইদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের পরিবহন ধর্মঘট ডাকা হয়।
সংশ্লিষ্ট প্রশাসনের সুষ্ঠু বিচার ও আসামি গ্রেপ্তারের আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মাহিন্দ্রা মালিক সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এমএস/আরএ