শাবিপ্রবি (সিলেট): সারাদেশে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রোববার (০৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় 'ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই', 'উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড, কার্যকর করতে হবে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে শান্তি, শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ধর্ষকদেরও কোনোরকম শাস্তি নিশ্চিত করতে পারেননি। আমরা অবিলম্বে আছিয়াসহ সারাদেশে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
আরএ