ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ৩ জব্দ ট্রাক ও আটকরা

সিলেট: সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে আনা ৩০৮ বস্তায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনির চালানসহ তিন যুবককে আটক করা হয়েছে।

শনিবার (০৮ মার্চ) সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯) চিনির চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী বাজার এলাকার ফখরুল উদ্দিনের ছেলে মো. শাহিন উদ্দিন (২৪), বিয়ানীবাজারের দুবাগ গ্রামের মৃত নুর আলী ইসলামের মো. রবিউল (২৫) এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জুনায়েদ মিয়া (২৬)।

আটকরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাই চিনির চালানের অজ্ঞাত মালিক  জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায়  চেকপোস্ট বসিয়ে তল্লাসিকালে ট্রাকভর্তি চিনির চালানটি আটক করে পুলিশ। জব্দকৃত ৩০৮ বস্তা ভারতীয় চিনির মূল্য আনুমানিক ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।