ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

অবৈধ পথে বাংলাদেশে এসে দিনমজুরি দিতেন ভারতীয় নাগরিক সতিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
অবৈধ পথে বাংলাদেশে এসে দিনমজুরি দিতেন ভারতীয় নাগরিক সতিশ

পঞ্চগড়: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে এসে দিনমজুরি দিতেন ভারতীয় নাগরিক সতিশ রায়। অবশেষে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ মার্চ) বিকেলে তেঁতুলিয়ার মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৩৬/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টয়াগছ গ্রামের বাংলাদেশি নাগরিক রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নামে অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।  

জানা গেছে, আটক সতিশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবিন রায়ের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতিশ রায় ১৫-২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় রমজান আলীর বাড়িতে অবস্থান নিয়ে দিনমজুরি দিচ্ছিলেন। এর আগেও একই ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরি দিয়েছেন সতিশ। খবর পেয়ে শনিবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালিয়ে সতিশকে আটক করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় বাংলাদেশি নাগরিক রমজান আলীকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।  

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।  

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বাংলানিউজকে বলেন, রাতে বিজিবি ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।