ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ককটেল বিস্ফোরণ করে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
ককটেল বিস্ফোরণ করে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার একটি বাজারে একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ কুমার নিহত হয়েছেন।

 

রোববার (০৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার নয়ারহাট বাজারের দীলিপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

নিহত দীলিপ দাশ আশুলিয়ার নয়ারহাট এলাকার গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি নয়ারহাট এলাকায় দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রাত ৯টার দিকে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দীলিপ দাস। এসময় চার/পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দীলিপকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাজারের ঝাড়ুদার প্রত্যক্ষাদর্শী স্বপ্না বেগম বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থলে বাজার ঝাড়ু দিচ্ছিলাম। তখন দীলিপ কুমারের দোকানে ক্রেতা ছিল। ক্রেতারা যাওয়ার পর দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী। এসময় তার স্ত্রী একটি ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়েছিল। পরে রাস্তা থেকে চারজন যুবক দোকানের সামনে এসে একটি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দীলিপ তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা। দীলিপ কুমার আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার স্ত্রীর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবার একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।

এনাম মেডিকেলের মেডিকেল অফিসার মিরাজুর রেহান পাভেল বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১০টার দিকে দীলিপ দাশ নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন। আমরা চিকিৎসা শুরু করেছিলাম। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তার পিঠে ও বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।  

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, দীলিপ কুমার দোকানে তালা লাগানোর সময় চার ব্যক্তি এসে তাকে দুইবার ছুরিকাঘাত করে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।