ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

বনানীতে পোশাকশ্রমিকের লাশ নিয়ে মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
বনানীতে পোশাকশ্রমিকের লাশ নিয়ে মিছিল লাশ নিয়ে মিছিল করছেন শ্রমিকরা।

ঢাকা: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেন সহকর্মীরা। এ ঘটনার বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল করেছেন তারা।

এতে যানজট ছড়িয়ে পড়ে গুলশান, রামপুরা, মগবাজার, বাড্ডা সড়কের আশেপাশের অলিগলিতেও।  

সকাল ৭টা থেকে চলমান সড়ক অবরোধের কারণে রাজধানীতে ভয়াবহ এ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্রুতগামী ট্রাকের চাপায় পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় আন্দোলনে নেমে সড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। তারা রাজধানীর বনানী এলাকায় রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে আন্দোলন করেন। শ্রমিকদের আন্দোলন কয়েক ঘণ্টা হয়ে গেলেও এখনো তারা রাস্তা থেকে সরে যাননি। তারা বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল করেছেন।

তিনি আরও জানান, আন্দোলনরত শ্রমিকদের বারবার বোঝানোর পরও তারা সড়ক ছেড়ে যাচ্ছেন না। নিহত শ্রমিকের লাশ এখনো তাদের হেফাজতেই আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পুলিশের কথা তারা কোনো মতেই মানতে নারাজ। তিনটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কটিতে অবস্থান করছেন। অনেক পোশাকশ্রমিক বনানীর করাইল বস্তি এলাকায় থাকেন। এ বস্তির লোকজনও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সড়ক অবরোধের কারণে বনানীর চতুর্দিকে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। গুলশানসহ আশেপাশের অলিগলিতেও যানজট দেখা গেছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।