যশোর: সারাদেশে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণসহ নারীর ওপর পাশবিক নির্যাতন দেশে নতুন নয়।
সেই সময়ে প্রতিটি নৃশংস ঘটনার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা জড়িত। সেদিন বিএনপি ছাড়া কেউ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকী ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও পায়নি। সেই সাথে আদালতের দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তোভোগীরা বিচার না পেয়ে বিচারের আশা ছেড়ে দিয়েছেন।
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, উপদেষ্টা সালেহা বেগম, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী এবং নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।
মাবনবন্ধন পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ