ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনায় ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ইফতার সামগ্রী ও নগদ অর্থ  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
খুলনায় ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ইফতার সামগ্রী ও নগদ অর্থ  

খুলনা: মাহে রমজান উপলক্ষে খুলনায় ১৫০জন ইমাম–মুয়াজ্জিন মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে খুলনা মহানগরীর তালুকদার কমিউনিটি সেন্টারে এ ইফতার সামগ্রী ও অর্থ প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ফুড ব্যাংকের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ১ কেজি তেল,১ কেজি ডাল,১ কেজি ছোলা, মুড়ি, খেজুর, চিড়া ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়।  

খুলনা ফুড ব্যাংকের কোষাদক্ষ মো. আসাদ শেখ বলেন, মাহে রমজান উপলক্ষে খুলনায় ১৫০জন ইমাম–মুয়াজ্জিনকে সহায়তা করা হয়েছে। অনেককেই আমরা সহায়তা বাসায় পৌঁছে দিয়েছি। রমজান মাস জুড়ে এটা চলমান থাকবে।  

খুলনা ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ সালেহ উদ্দিন সবুজ বলেন, অধিকাংশ মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা অবহেলায় থাকছেন যুগ যুগ ধরে। পরিবার-পরিজন নিয়ে অভাব অনটনে দিনাতিপাত করছেন তারা। এটাকে ভাগ্যের স্বাভাবিক ফয়সালা বলেই নীরবে সয়ে যাচ্ছেন। সকল শ্রেণী পেশার মানুষের বেতন বাড়লেও ইমাম মোয়াজ্জিনদের সম্মানী তেমন একটা বাড়ছে না। স্বল্প বেতন বা সম্মানী নিয়েই তাদের সংসার চলছে। এসব ইমাম মুয়াজ্জিনদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।

 

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমআরএম


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।