ঢাকা: দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৮টি স্থানে স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ১১ দিনব্যাপী স্থির সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড়ে স্থির সমাবেশ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে এসব স্থানে দাঁড়িয়ে এ স্থির সমাবেশ করেন। ব্যানারগুলোতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা ও দুর্ঘটনায় করণীয় বিষয়ে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। প্রতিটি ব্যানারে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করা হয়।
ফায়ার সার্ভিস সচেতনতা বাড়াতে প্রতিনিয়ত মহড়া ও গণসংযোগ করলেও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নির্দেশনায় এবারই প্রথম স্থির সমাবেশ করা হয়। ১১ মার্চ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে স্থির সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এজেডএস/আরবি