যশোর: সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যশোরে প্রাণ হারিয়েছেন একজন বিজিবি সদস্য। গুরুতর আহত হয়েছেন বিজিবির আরও একজন সদস্য।
নিহত মোজাম্মেল হক (৩৫) বিজিবির বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ক্যাম্পের সিপাহী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে। গুরুতর আহত হাবিলদার দেলোয়ার হোসেনের (৪৫) বাড়ি ঝালকাঠি জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ ও ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার।
মুন্সি সলিমুল্লাহ জানান, মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় পুটখালী ক্যাম্প থেকে সিপাহী মোজাম্মেল হক ও হাবিলদার দেলোয়ার হোসেন টহল দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে বের হন। তারা পুটখালী ক্যাম্পের মসজিদবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে।
দুজনকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আহত দেলোয়ার হোসেনকে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। কিন্তু, তার অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজয় জানান, আহত দেলোয়ারের মুখে মারাত্মক আঘাত লেগেছে। এছাড়া মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, রাতে সীমান্তে টহল দেওয়ার সময় দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল হক নিহত হয়েছেন এবং হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।
তিনি জানান, হাবিলদার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ১১ মার্চ ২০২৫
এসএইচ