ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন শ্যামল বিশ^াস (৬৬) ও রতন সরকার (৫৮)।


 
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ^াস ও বিএসএফ এর পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ^াসের ছেলে শ্যামল বিশ^াস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন।

সেসময় তারা বিএসএফ এর হাতে আটক হন। বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে তাদেরকে ফেরত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১২ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।