ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে মাঠে মিলল হাত-পা বাঁধা মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
ধামরাইয়ে মাঠে মিলল হাত-পা বাঁধা মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকশির নগর হাউজিংয়ের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাধা ছিল ও গলায় গামছা পেচানো ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।