রাজশাহী: রাজশাহীতে অটোরিকশায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণের অভিযোগে মো. রানা নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) ভোরে নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
আজ দুপুর ১২টায় আরএমপি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি জানান, গ্রেপ্তার রানা রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী অটোরিকশায় উঠেছিলেন। তার সামনে বসা যাত্রী রানা একাধিকবার ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করতে থাকেন। ওই ছাত্রী ঘটনার ভিডিওধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করলে এটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনার পর সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসএস/এএটি