ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাজেদ মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল আজ্জাতের ছেলে।

জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন একটি মার্কেটে কাজ করছিলেন মাজেদ মিয়া। ভবনটির ছাদের ওপর দিয়ে রড নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন মাজেদ। এতে গুরুতর হলে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরির্দশক (এসআই) অলিউর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।