ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধ তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার বিকেলে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, যৌথবাহিনী কর্তৃক সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আফজালুর রহমান ব্রিকস ফিল্ড, মেসার্স বিআরএস ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স এএমএস ব্রিকস নামে তিনটি ইটভাটা ভেঙে বন্ধ করে দেওয়া হয়।  

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগে ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ নয়টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।