ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মার্চ ১৫, ২০২৫
গাজীপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

তারেক রহমান (১৩) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে।  

মৃতের চাচা সোহরাব হোসেন জানান, স্থানীয় একটি কওমি মাদরাসায় থেকে হাফেজি পড়তো তারেক রহমান। সে মাদরাসা থেকে ছুটিতে বাসায় আসে। বেলা ১১টার দিকে তারেক রহমান অন্যান্য কিশোরের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে অল্প পানিতে নেমে সাঁতার কাটছিল। এক পর্যায়ে তারেক রহমান পুকুরের গভীরে ডুবে যায়।

পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে ১০-১২ জন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তারেক রহমানকে উদ্ধার করা হয়। পরে তাকে মনিপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫।  
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।