ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরএসও সদস্যকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরএসও সদস্যকে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাবিজুল রহমান ওরফে চিকন আলী হারুন (৩২) নামে এক আরএসও সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

হারুন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

ওসি জানান, হাকিমপাড়ার ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হারুনের ওপর হামলা করেন। তারা হারুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাটিয়েছে।  

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামে একজনকে আটক করেছে ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-(এপিবিএন)।  

১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, এ হত্যাকাণ্ডের কারণ জানতে ও অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।