যশোর: বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন যশোরের শার্শা উপজেলা সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন তোতা।
সোমবার (১৭ মার্চ) ভোরে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।
কবির উদ্দিন তোতাকে সোমবারই যশোর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কবির উদ্দিন তোতার বিরুদ্ধে শার্শা থানায় চাঁদাবাজির পৃথক তিনটি মামলা রয়েছে।
কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছী গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
শার্শা থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, কবির উদ্দিন তোতা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সোনা, অস্ত্র ও মাদক চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, নারী নির্যাতনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি জানান, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কবির উদ্দিন তোতাও আত্মগোপনে চলে যান। এরই মাঝে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে।
এসআই উজ্জ্বল হোসেন জানান, গত বছর ১২ সেপ্টেম্বরের একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ