ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের পাহাড় গোলাপের, দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের পাহাড় গোলাপের, দুদকের মামলা

ঢাকা: মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

গোলাপের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মো. আক্তার হোসেন জানান, আসামি মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট কিনেছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা, ওসিসিআরপির প্রতিবেদন অনুযায়ী, এর পরিমাণ ৪০ লাখ মার্কিন ডলার।

স্থাবর-অস্থাবর সম্পদ এবং পারিবারিক ব্যয়সহ তিনি সর্বমোট ৬৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এর বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় এক কোটি ৪৪ লাখ তিন হাজার ৬২৯ টাকা। অর্থাৎ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা।

জ্ঞাত আয়বহির্ভূত এই সম্পদের মালিকানা অর্জনপূর্বক ও তা দখলে রাখা এবং ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় গোলাপের নামে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।