দিনাজপুর: ৩৮ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনির পাথর উৎপাদন কার্যক্রম।
বুধবার (১৯ মার্চ) সকালে প্রথম শিফটে কাজের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে ফেরে খনিটি।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জানা গেছে, খনির ভূ-গর্ভে উৎপাদিত পাথর ইয়ার্ডে আনার সময় ১১ ফেব্রুয়ারি হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত খনির স্কিপ উইন্ডারের বেয়ারিং ভেঙে গেলে পরদিন প্রথম শিফট থেকে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষণা করেন খনি কর্তৃপক্ষ। বন্ধের ১ মাস ৮ দিন পর বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন করে তা খনি ইয়ার্ডে সরবরাহের মাধ্যমে আবারও বাণিজ্যিক উৎপাদন শুরু করে মধ্যপাড়া পাথরখনি।
বিষয়টি মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সার্ভিস) শাহ মুহাম্মদ রেজওয়ানুল হক নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ