ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার ৬ বছরের শিশুটি বর্তমানে ভালো আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার ফরেনসিক টেস্টসহ যাবতীয় টেস্ট করা হয়েছে।

প্রাথমিক আলামত থেকে বোঝা যাচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কথা হয় ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিনের সঙ্গে। তিনি জানান, বুধবার (১৯ মার্চ) সকালে শিশুটির ফরেনসিক, এক্সরেসহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এখন শিশুটির অবস্থা ভালো আছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এটি প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হন। রাতেই ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগ ও পুলিশের ওপর হামলায় মামলা

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।