জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত একটি অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মণ্ডল (৪০) ও একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)।
আহত দুজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বাঁশের ব্রিজ এলাকা থেকে অটোভ্যানে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন চালক নুরুল ইসলাম আকন্দ। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে ভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন ভ্যানচালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসআরএস