চুয়াডাঙ্গার জীবননগরে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলা শহরের কাজী টাওয়ারে এ আয়োজন করা হয়।
জীবননগরের কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স তুহিন ট্রেডার্সের তত্ত্বাবধায়নে ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী নূরুল্লাহ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সাউথ বেঙ্গলের ডিজিএম শাহাদত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জোনের ডিএসএম জাফরুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার সাইফুল ইসলাম শোভন, ঝিনাইদহ ও স্থানীয় অফিসার শরীফুল ইসলাম ও জীবননগর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম।
ইফতারের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আবু বকর সিদ্দিক।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআরএস